আদর্শ বিরোধী কর্মকাণ্ডের দায়ে পঞ্চগড় জেলা শাখা শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ এএম
পঞ্চগড়ে আদর্শ বিরোধী কর্মকান্ডের দায়ে জাতীয় শ্রমিকলীগ পঞ্চগড় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় শাখার কমিটি বিলুপ্তির ঘোষনা আসে। ঘোষনার পরপরই সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কমিটি বিলুপ্তির খবরটি আওয়ামীলীগ সমর্থিত ব্যাক্তিরা প্রেসবিজ্ঞপ্তির চিঠি সহ ফেসবুকে পোস্ট করে । প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত আগস্ট মাসে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখা, ভিন্নমতাদর্শী ব্যাক্তিদের দলে অন্তর্ভূক্ত করা এবং আদর্শবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিস্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয় শ্রমিকলীগ পঞ্চগড় জেলা শাখায় মো. শাহীন রেজা ও মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল। এর আগে গত বছরের ২৩ অক্টোবর জাতীয় শ্রমিকলীগ পঞ্চগড় জেলা শাখার এক বছরের জন্য সাত সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। সেখানে শাহিন রেজা কে আহ্বায়ক এবং নুরুজ্জামানকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এদিকে, বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জানান বর্তমানে আমি কঠিন চাপের মুখে রয়েছি, আমাদের কেন্দ্রীয় কমিটিতে দুটি গ্রুপ বিদ্যমান। সভাপতি গ্রুপ আমাদের কমিটি বিলুপ্ত করেছেন কিন্ত সেক্রেটারি গ্রুপ আমাদের কমিটি বিলুপ্ত করেন নাই। শুধুমাত্র সভাপতি আমাদের কমিটি বিলুপ্ত করার অধিকার নাই। কারন পূর্বের কেন্দ্রীয় কমিটির সভাপতি মারা গেছেন। কমিটি বিলুপ্ত করার এখতিয়ার সাধারন সম্পাদক করতে পারেন কিন্তু সভাপতি করতে পারবেনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: