রূপগঞ্জে হাসেম ফুডে আরও দুজনের হাড় ও কঙ্কাল উদ্ধার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম
গত ১০ই জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। এরপর সোমবার বিকাল থেকে রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে যাওয়া আর কোনো লাশ আছে কি না, তা খতিয়ে দেখতে ভবনটিতে তল্লাশি করে ফায়ার সার্ভিস ও সিআইডি। এসময় আগুনে পুড়ে যাওয়া আরও দুটি দেহাবশেষ (হাড় ও কঙ্কাল) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। মঙ্গলবার বিকালে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। বিষয়টি নিশ্চিত করে সিআইডির নারায়ণগঞ্জ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তিনজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন বলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তল্লাশি শুরু করি। চতুর্থ তলা থেকে হাড়ের অংশ উদ্ধার করেছি। এগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমি শুনেছি দুটো কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি। উদ্ধারকৃত অংশ ডিএনএ পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। গত ৮ই জুলাই সন্ধ্যা ৭টায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড এন্ড বেভারেজ কারখানার একটি ছয় তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন উপরের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই ভবন থেকে লাফিয়ে পড়ে তিন জন মারা যান। আহত হন ১০ জন। পরদিন শুক্রবার বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ৪৮ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় অবহেলার অভিযোগ মামলা করেছে পুলিশ। মামলায় কারখানার মালিক মো. আবুল হাসেম সহ তাঁর চার ছেলে ও ডিজিএম, এজিএম ও প্রকৌশলীসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: