নাগেশ্বরীতে আইসিটি অ্যাম্বাসেডরদের মিলন মেলা ও সংবর্ধনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৬ এএম
নূর-ই-আলম সিদ্দিকী, নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডরদের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯.০৯২১ ইং) এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ মোল্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এ সময় অ্যাম্বাসেডরদের মধ্যে বক্তব্য রাখেন, রোকনুজ্জামান রুবেল, আবু আব্দুর রহমান সিদ্দিক, রোকনুজ্জামান বাবু, রফিকুল ইসলাম,মিজানুর রহমান সহ অনেকেই। অনুষ্ঠানে পূর্ব সুখাতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অ্যাম্বাসেডর শাহাজাহান আলীকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পাওয়ায় জেলা অ্যাম্বাসেডরদের পক্ষথেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ  নুর-ই- আলম ছিদ্দিকী, আই,সি,টি অ্যাম্বাসেডর, কুড়িগ্রাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: