ফরিদপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:০০ এএম
ফরিদপুরে অসহায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১১সেপ্টম্বর) দুপুরে ফরিদপুর সদরের ডিক্রীরচর, নর্থচ্যানেল, আলিয়াবাদ ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ এ ত্রাণ বিতরণের আয়োজন করে। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় আমরা ত্রাণ বিতরণ করছি ৷ এ সময় তিনি স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাঁশে থাকার আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সাংগাঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম বেপারী, কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মেহিদী হাচান লিটু, কেন্দ্রীয় কমিটির উপ-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভির আকতার শিপার, কেন্দ্রীয় কমিটির সদস্য আদনান সুমন, সদস্য বিপুল কুমার বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কে,এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন প্রমূখ। এ সময় জেলা ও উপজেলার আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্যা দুর্গত পাঁচশত জনকে এসময় ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০, আলু ২ কেজি, আটা ২ কেজি, তেল ১ লিটার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: