সৈয়দপুর বিমানবন্দরে কোষ্টার সার্ভিস চালু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১১ এএম
যাত্রী পরিবহন সেবা নিশ্চিত করতে কোষ্টার সার্ভিস চালু করেছে বাংলাদেশ বিমান। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ বিমানে যাতায়াতকারী রংপুর ও দিনাজপুর জেলার যাত্রীরা বিনা খরচে সৈয়দপুর বিমানবন্দরে যাতায়াত সুবিধা ভোগ করবেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ বিমানের কোষ্টার সার্ভিস পরিচালনা বিষয়ক মতবিনিময় বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়। নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ। মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক নেতা, গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ফিতা কেটে কোষ্টার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: