মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:০০ এএম
ময়মনসিংহের গৌরীপুরে মাদক ব্যবসার দায়ে মো. আব্দুল মান্নান (৪০) ও নাছিমা বেগমকে (৩৫) কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুজন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর 'খ' সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুরে'র নেতৃত্বে একটি টিম উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল মান্নান ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আব্দুল মান্নান কে ১ বছর কারাদণ্ড ও এবং ২ হাজার টাকা অর্থদণ্ড ও নাছিমা বেগমকে ১৬ মাস কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: