ইবি শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকা নিবন্ধনের আহ্বান

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৪ পিএম
দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ফিরিয়ে আনা ও আবাসিক হলসমূহ খুলে দেওয়ার প্রেক্ষিতে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে টিকার নিবন্ধন সম্পন্ন করে টিকা নিতে বলা হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (NID) নেই, তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রদত্ত ওয়েব লিংকে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন/নিবন্ধ সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্রধারী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এখনও টিকার নিবন্ধন করেননি তাদেরকেও একই সময়ের মধ্যে জরুরী ভিত্তিতে সরাসরি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহন নিশ্চিত করতে বলা হয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ শতভাগ নিশ্চিত হলে আগামী ২৭ সেপ্টেম্বরের পর ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এর প্রক্ষিতে আজ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জরুরি ভিত্তিতে টিকা নেয়ার বিষয়ে আহ্বান করা হলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: