পাবনায় স্কুল থেকে ল্যাপটপ উধাও

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ পিএম
চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অফিস থেকে একটি ল্যাপটপের সন্ধান পাচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ। কম্পিউটার ল্যাব অফিসে শুধু একটি ল্যাপটপ উধাও হয়ে গেলেও অন্য সকল প্রয়োজনীয় কিছু সব ঠিকঠাক আছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবী করেছে। জানা গেছে, চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ১১টি ল্যাপটপ কম্পিউটার দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হতো। গত সোমবার (২০ সেপ্টেম্বর) স্কুল কর্তৃপক্ষ ল্যাবে গিয়ে দেখেন ১টি ল্যাপটপ নেই। এসময় বিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন সন্দেহভাজন শিক্ষার্থীকে চুরির বিষয়েজিজ্ঞাসাবাদও করেন বিদ্যালয়ের শিক্ষকগণ। তবে ল্যাপটপের কোন সন্ধান না পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি ডায়রী করবেন বলেও জানা গেছে। বিদ্যালয় চলাকালিন সময়ে এমন ঘটনা স্কুল কর্তৃপক্ষ সহ সচেতন অভিভাবকদের হতাশ করেছে। এ ঘটনার বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখেজ উদ্দিন বলেন, বিদ্যালয় চলাকালিন সময়ে ল্যাব থেকে কম্পিউটার চুরির ঘটনা আমাদের ব্যাথিত করেছে। এঘটনার পরে আমরা অনেক চেষ্টা করেছি ল্যাপটপটি উদ্ধার করতে। অবশেষে সেটা উদ্ধার না হওয়ার পরে থানায় অভিযোগ দেওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: