সুজানগরে স্যামসন এইচ চৌধুরীর নামে সড়কের উদ্বোধন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪ পিএম
দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রæপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর নামেসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের উদ্যোগে দু’টি সড়কের নামকরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুজানগর পৌর এলাকার প্রধান সড়কটি ‘স্যামসন এইচ চৌধুরী সড়ক ও উপজেলা সড়কটি ‘শহীদ মোস্তফা কামাল দুলাল’ নামকরণ করা হয়। কোয়াবের সভাপতি, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু প্রধান অতিথি হিসেবে সড়ক দু’টি উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা এবং অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছিলেন। এখন কিন্তু চাইলেও পাবেন না। তাই বীরমুক্তিযোদ্ধাদের বয়স বেড়েছে, কিন্তু মনোবল অটুট আছে। আপনারা যেকোন সংকটময় পরিস্থতি মোকাবেলা করতে সক্ষম। তিনি আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে আওয়ামীলীগের শত্রু কিন্তু আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে আছে। সামনে দুঃসময় আসছে। সংকট মোকাবেলা করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের সকল বিদ্বেষ, দ্বিধা দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে কোন সংকট নিরসন করতে প্রস্তুতি নিতে হবে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদকঅ্যঅডভোকেট বেলায়েত আলী বিল্লু, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল হক বাবু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বিশ্বাস, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু বক্তব্য দেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা এসএম শামসুল ইসলাম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: