কক্সবাজারে পাহাড়ের মাটি চাপা পড়ে প্রাণ হারালো শ্রমিক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ এএম
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে বালু তুলতে গিয়ে পাহাড়ের মাটি চাপা পড়ে আব্দুল খালেক (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ তিনি পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দু রহমানের ছেলে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকার পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজে শ্রমিক হিসেবে কাজ করতো নিহত আব্দুল খালেক। প্রতিদিনের ন্যায় রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ী জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এসময় নিচে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: