দীর্ঘ ১৮ মাস পর সিন্ডিকেট সভার মাধ্যমে খুলতে যাচ্ছে জাবি

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫২ এএম
দীর্ঘ ১৮ মাস পর খুলতে যাচ্ছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। আগামী ২৯ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট সভায় খুলে দেবার তারিখ নির্ধারনের মধ্যে দিয়ে দেশের একমাত্র শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন, প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ডা. মোহা. মুজিবুর রহমান। প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহা. মুজিবুর রহমান বিডি২৪লাইভকে বলেন, ‌সরকার কর্তৃক দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণার পর থেকেই জাবি কর্তৃপক্ষ সব রকমের প্রস্ততি গ্রহণ করেছে। প্রধান ফটক থেকে শুরু করে ১৬টি আবাসিক হলের ফটকে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন যাতে ছাত্রছাত্রীরা বাহির থেকে আসলে জীবাণুমুক্ত করে ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে পারবে। প্রত্যক শিক্ষার্থীকে ৩টি করে ৪লেয়ার এর মাস্ক দেওয়া হবে যা ৫০ বার ধুয়ে ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে কথা বললে তারা বিডি২৪লাইভের প্রতিবেদকে জানান, দির্ঘ ১৮ মাস আমরা এক বন্দীজীবনে আছি, ক্যাম্পাস খুলে দিলে আমরা এই বন্দী জীবন থেকে মুক্তি পাবো। সেশন জোট, হতাশাগ্রস্থ থেকে মুক্তি পাবো, ফিরো পাবো আমাদের ক্যাম্পাসের মুক্ত জীবন। অনলাইনের পাঠদান থেকে মুক্ত হয়ে ফিরে যেতে চাই স্বশরিরে পাঠদানে। আগামী ২৮ সেপ্টেম্বর অ্যাকাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেবার তারিখ নির্ধারন হবার পরে সেটি পাঠানো হবে উপাচার্য ফারজানা ইসলামের কাছে। উপাচার্যের চুড়ান্ত সিদ্ধান্তের পরেই খুলে যাবে করোনা মহামারির কারণে বন্ধ থাকা দেশের একমাত্র শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে জাবি ক্যাম্পাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: