ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯ এএম
নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। তারা প্রত্যেকে ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে যান। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানা পুলিশের সহায়তায় সোমবার বিকেলে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: