বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩০ এএম
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় শাড়ি-কাপড়সহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় পিকআপ ভ্যান থেকে ৬৫০ পিস শাড়ি জব্দ করা হয়। আটককৃতরা হলেন, চালক ময়মনসিংহ শহরের শিকারীকান্দা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মো. আকরাম হোসেন (২২) এবং চালকের সহকারী নেত্রকোনা জেলার কলমাকান্দা জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের পুত্র মো. সোহাগ মিয়া (২৫)। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বওলা বাজার এলাকায় শাড়ি ভর্তি পিকাপ ভ্যানটি আটক করে পুলিশ। ফুলপুর থানা এস আই আশরাফুল আলম সাংবাদিক দের জানান আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে শাড়ি গুলো তারা ধৌবাউড়া থেকে ময়মনসিংহ শহরে পলাশ নামের এক কাপড় ব্যবসায়ীর জন্য নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও শাড়ি কাপড় গুলো দেখে বোঝা যাচ্ছে দুর্গাপূজা উপলক্ষে আনা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: