৫০০ গ্রাম হেরোইনসহ ২ যুবক গ্রেফতার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ পিএম
জয়পুরহাটে অভিযান পরিচালনা করে আধা কেজি হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট পৌরসভার খনঞ্জনপুর মোড় এলাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মো. নবী (৩০) ও মো. হাবু (৩২) । র‌্যাব জানায়, নওগাঁ থেকে জয়পুরহাটে ট্রাকে করে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদ আসে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জয়পুরহাটে চেকপোস্ট বসায়। রাত সাড়ে ১০টার দিকে চেকপোস্টে পৌরসভার খঞ্জনপুর মোড় এলাকায় একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। এ ছাড়াও তাদের কাছে থেকে মোবাইল, নগদ টাকা ও ট্রাক জব্দ করা হয়। র‌্যাব-১২ বগুড়ার অধিনায়ক স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: