চ্যালেঞ্জ বলতে কিছু নাই, সব উইকেটে ভালো করতে হবে: নাসুম

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ১২:২২ এএম
খুব অল্প সময়ে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বিভাগে ভরসার প্রতীক হয়ে উঠেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম রুপকার ছিলেন তিনি। দুই সিরিজেই তিনি নিয়েছেন সমান ৮টি করে উইকেট। দুই সিরিজের দশ ম্যাচে পাঁচের কম ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। তবে এমন বোলিংয়ের পরেও আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী হওয়ার লোক খুব বেশি নেই। কেননা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- দুই সিরিজেই খেলা হয়েছে বেশ নিচু ও ধীরগতির উইকেটে। তাই স্পিনারদের ভালো করাই ছিলো স্বাভাবিক। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনিং উইকেটের চেয়ে স্পোর্টিং উইকেটে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে মিরপুর শেরে বাংলার উইকেটের মতো বাড়তি সুবিধা পাবেন না স্পিনাররা। সেসব উইকেটের জন্য কতটা প্রস্তুত আছেন নাসুম? চ্যালেঞ্জটাই বা কেমন দেখছেন? শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নাসুমের সোজাসাপটা উত্তর, ‘আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই। ভালো করতে হবে যেকোনো উইকেটে।’ স্পিনারদের ভালো করার ব্যাপারে আশাবাদী মন্তব্যে নাসুম আরও বলেন, ‘ভালো তো করতে হবে। ইনশাআল্লাহ্‌ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ্‌।’ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে রোববার রাতে। তবে আইপিএল খেলতে আগে থেকেই আরব আমিরাতে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাদের কাছ থেকে আমিরাতের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করেন নাসুম। তিনি বলেন, ‘অবশ্যই তারা সেখানে (আমিরাত) অনেকদিন যাবত আছে। ওখানের উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।’ আমিরাতে সুপার টুয়েলভের আগে ওমানে প্রথম পর্বের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। নতুন জায়গায় মানিয়ে নেয়ার ব্যাপারে নাসুমের ভাষ্য, ‘মানিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেকে উপস্থাপন করতে হবে।’  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: