ভারতীয় ৫ লাখ টাকা মূল্যের গরু জব্দ

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ১২:২৪ এএম
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৪,৪০,০০০/- ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্যমানের শুক্রবার (১ অক্টোবর)রাত ০১ টা ৪৫ ঘটিকায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত নলুয়াপাড়া বিওপতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওয়াহেদুজ্জামান এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬০/২-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদামবাড়ী নামক স্থান হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য-৪,৪০,০০০/- (চার লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, বিজিবি সদস্যগণ কোন চোরাকারবারীকে আটক করতে পারেননি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: