সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২১, ০২:০৫ এএম
আসাদুজ্জামান, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে মন্ডপের ভেতরে থাকা নির্মিত প্রতিমাগুলোর মুখ থুবরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। মন্দির কমিটির কর্মকর্তাদের দাবি প্রতিমাগুলো ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্ডপের সভাপতি চন্দন সাহা জানান, রাত ৩টা পর্যন্ত বাড়ির উঠানে স্থাপিত মন্ডপের ভিতরের মাটির প্রলেপ দেয়া প্রতিমা সমুহ অক্ষত ছিল। সকালে উঠে দেখা যায় সকল প্রতিমা মুখ থুবরে পড়ে রয়েছে। খবর পেয়ে সকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল, থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য ঘটনা স্থল পরিদর্শন করেন। পরে ওই মন্ডপে পুজা উদযাপনের জন্য নতুন করে তৈরিকৃত প্রতিমা ক্রয় করার জন্য উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান সহায়তা প্রদান করেন। ইতিমধ্যে তৈরিকৃত প্রতিমা সরবরাহ করা হচ্ছে জানা গেছে। মন্দির কমিটির সভাপতি চন্দন সাহা জানান, দীর্ঘ ১০ বছর ধরে পুজা করে আসছি, কোন বছর এ ধরনের ঘটনা ঘটেনি। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, কে বা কারা রাতের আধারে প্রতিমাগুলো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানান, এ নিয়ে মন্ডপের সভাপতি চন্দন সাহা ও কোষাধ্যক্ষ লিটন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ প্রকৃত অপরাধিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: