নড়াইলে দুর্গা মন্দির পরিদর্শন করলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ০১:১৩ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানার বিভিন্ন ইউনিয়ন এলাকায় শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, নড়াইল। শনিবার (অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি এসব মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ কনি মিয়া, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন, জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ। পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষা , নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: