দীঘিনালায় দূর্গাপূজা উপলক্ষে জোনের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ১২:১৪ এএম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা উদযাপনের লক্ষে বিভিন্ন পূজা মন্ডপকে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ৬টি পূজা মন্ডপের প্রতিনিধিকে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোন ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট হাসিন আনজুম আর্থিক সহায়তা প্রদান করেন। দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতা ও সম্প্রীতির কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, কোভিড-১৯ এর ফলে সাধারন মানুষের জীবন যাত্রার মান ব্যাহত হয়েছে। যে কারনে পূজা উদযাপন কমিটি তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারছেনা এছাড়াও সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা জোন সনাতন ধর্মাবলম্বীদের পাশে এসে দাড়াঁয়। দীঘিনালা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা আর্থিক সহায়তা পেয়ে বিডি২৪লাইভকে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় পাহাড়ী বাঙ্গালীদের যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান গুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা করে আসছে। এছাড়া ও সাম্প্রদায়িক উন্নয়নে কাজ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: