কুড়িগ্রামে মহা অষ্টমীতে দু:স্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ১১:৩৭ পিএম
কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে দুর্গোৎসবের মহাষ্টমী। সকালে ধর্মীয় নানা আচার পালন ও অঞ্জলী প্রদান করা হয়। জেলার ৯টি উপজেলায় ৫৫৪ টি মন্ডপে পালিত হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন মন্ডপে প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দক্ষীন পাড়া পূজা কমিটির উদ্যোগে দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। অন্যদিকে দুর্গা পুঁজা উপলক্ষে কুড়িগ্রামে দেড় শতাধিক হিন্দু দু:স্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সদরের ঘোগাদহ বাজার কেন্দ্রীয় মন্দিরে স্বপন কুমার শীল নামে এক যুবকের উদ্যোগে এসব শাড়ি বিতরণ করা হয়। এ সময় পুঁজা কমিটির সভাপতি দয়াল চন্দ্র সহ স্থানীয়রা উপস্থিতি ছিলেন। স্থানীয় যুবক স্বপন কুমার শীল তার ব্যক্তিগত ও কিছু ব্যক্তির সহায়তার মাধ্যমে দু:স্থদের মাঝে এসব কাপড় বিতরণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: