রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০২:৩২ এএম
মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি, এ পতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়। বুধবার (১৩ অক্টোবর)দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএসডিওর সহযোগিতা দিবসটি পালন করা হয়। এসময় ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দলিত আদিবাসীরা একটি র‍্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় । এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,ইএসডিও প্রকল্প সমন্বয়কারী কাজী সেরাজুস সালেকিন প্রেমদীপ প্রকল্পের রাণীশংকৈল শাখা ম্যানেজার খাইরুল আলম প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাবেক সভাপতি মোবারক আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সামিয়েল মার্ডি ফায়ার সার্ভিসের সাব অফিসার মোনায়েম হোসেন, ফায়ার লিডার মোহরম আলী তোজ্জামেল হক প্রমুম। এসময় উপস্থিত সকল মানুষদের সচেতন করার লক্ষ্যে ফায়ার সার্ভিসের একটি দল বিভিন্ন মহড়া মহড়া প্রদর্শন করেন ।যা দেখে সহজেই মানুষ আগুন নেভানো সহ বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পাবেন বলে তারা জানান ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: