কমলগঞ্জে পূজামন্ডপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৪:৩৫ পিএম
মৌলভীবাজার‌জেলার কমলগঞ্জ উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে কমলগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। কুমিল্লার ঘটনার জেরে বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠে কমলগঞ্জ। বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একাধিক পূজা মণ্ডপে হামলারও খবর পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের অভিযোগ, মুন্সীবাজার মইডাইল পুজা মন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এছাড়া বাসুদেবপুর পুজামন্ডপ, পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর জগন্নাথ জিওর আখড়া পুজা মন্ডপ ও বৈরাগির চক সার্বজনীন পুজামন্ডপের গেট ভাঙচুর করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পুজামন্ডপের নিরাপত্তা রক্ষায় আজ সকাল থেকে বিজিবি মোতায়েন করা হবে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: