বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত শুরু আয়ারল্যান্ডের

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ০৬:৪৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির শেখ যায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে নেয় আইরিশরা। শুরুটা ভালোই করেছিলেন আইরিশ ওপেনার পল স্টারলিং। তবে তাকে ব্যক্তিগত ২২ রানের মাথায় সাজঘরে ফেরান নাসুম আহমেদ। এরপর এন্ড্রু বালবারনি ও গ্যারেথ ডিলেনির ব্যাটে ভর করে আগাচ্ছে আইরিশরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। বালবারনি ২২ ও ডিলেনি ১৪ রান নিয়ে অপরাজিত থেকে ব্যাট করছেন। এদিকে চোট কাটিয়ে আজও ফিরতে পারেননি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসের কাঁধে আজও পড়েছে নেতৃত্বের দায়িত্ব। কারণ আগের ম্যাচে দলের একাদশে না থাকা রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন আজ। যদিও বিশ্বকাপ স্কোয়াডে রুবেল আছেন স্ট্যান্ডবাই হয়েই। এই ম্যাচগুলো আইসিসি টিভি প্রোডাকশনের আওতায় আনেনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো আজও খেলাটি দেখা যাবে না টিভি পর্দায়। বাংলাদেশ দলের একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: