চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিল শুরু সোমবার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৫:০৭ পিএম
আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ৫১ তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল আগামী ১৮ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় সীরত মঞ্জিলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে সীরত কমিটির নেতৃবৃন্দ। এসময় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সা. মাহফিল প্রত্যেক বছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ৩০ রবিউল আউয়াল শেষ হয়। তারই ধারাবাহিকতায় আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৫ নভেম্বর দিবাগত রাতে। এছাড়া প্রতিদিন মাহফিলে আগত শ্রোতাদের জন্য দুবেলা খাবারের আয়োজন করা হয়। মতবিনিময় সভায়, শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শাহজাদা আব্দুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাহফিল পরিচালনা কমিটির প্রচার বিভাগের সমন্বয়ক জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, কশশাফুল হক শেহজাদ, অফিস সহকারী মাওলানা আবদুল মন্নান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: