কুবিতে গুচ্ছ পদ্ধতিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু কাল

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ০৩:০৫ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল (১৭ অক্টোবর) শুরু হচ্ছে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিক্ষা চলবে। জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩২,৪৫৯ জন। যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ গ্রহণ করবে ৭০২৬ জন শিক্ষার্থী। কালকে ‘ক’ ইউনিটে পরিক্ষায় চূড়ান্ত আবেদন কারীর সংখ্যা ১৩১, ৯০৫ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহন করবে ২৫০৫ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩টি ইউনিটে মোট অংশগ্রহণ করবে ৭ হাজার ২৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে 'বি' ইউনিট তথা মানবিক বিভাগে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৬৭,১১৭ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহন করবে ২৫০৫ জন ও 'সি' ইউনিট তথা বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৩৩,৪৩৭ জন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অংশ গ্রহণ করবে ২০১৬ জন। বিজ্ঞান বিভাগ তথা 'ক' ইউনিটের আহবায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী বিডি২৪লাইভকে বলেন, আমরা ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ শেষ করেছি। আজকে আসন বিন্যাসের কাজ শেষ হয়েছে। আসন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বিডি২৪লাইভকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত৷ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় 'ক' ইউনিটের পরীক্ষা শুর হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিট গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাছাড়া পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে আইন শৃঙখলা বাহিনী মোতায়েন থাকবে।’ নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বিডি২৪লাইভকে বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যাবস্থা থাকবে। আশা করি সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: