রংপুরে কিশোরীকে সর্বনাশের চেষ্টা, জুট মিলের ৩ শ্রমিক কারাগারে

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ০৪:১৩ এএম
হাসান আল সাকিব, রংপুর থেকে: রংপুরের হারাগাছে এক কিশোরীকে সর্বনাশ করা চেষ্টার অভিযোগে একটি জুট মিলের ৩ শ্রমিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে হারাগাছ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব মিয়া পাড়ার হাফিজুল ইসলাম, সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় , কাউনিয়া উপজেলার হারাগাছ নওহাটি এলাকার ওই কিশোরী স্থানীয় একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বুধবার রাতে ওই কিশোরীকে জুটমিলের ৩ শ্রমিক সর্বনাশ করার চেষ্টা করে। কিশোরী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানান। পরে গত শুক্রবার সকালে ওই ৩ জনকে আসামি করে ওই কিশোরীর মা হারাগাছ থানায় মামলা করেন। পরে পুলিশ শুক্রবার রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার অফিসার ইনচার্জ ( ওসি) শওকত আলী সরকার বিডি২৪লাইভকে বলেন, জুটমিলে কাজ করা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: