গোপন বৈঠককালে ১৭ জামায়াত নেতা আটক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০৩:৫২ পিএম
শেরপুরে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে জামায়াত নেতাকর্মী সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) বি‌কে‌লে শহরের নারায়ণপুর বাগবাড়ী এলাকার ‘দারুস শিফা’ নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে যাওয়া হয়। তবে আটককৃতদের দাবি, তারা ওই হাসপাতাল পরিচালনার সাথে জড়িত। সেখানে রাষ্ট্র বা সরকারবিরোধী কোন গোপন বৈঠক ছিল না। জানা গেছে, শহরের দারুস শিফা প্রাইভেট হাসপাতালের ৯নং কক্ষে শেরপুর অঞ্চলের জামায়াত নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সাম্প্রতিক কুমিল্লার গুজব ইস্যু নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাসহ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছেন এই তথ্যের ভিত্তিতে বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তাদের উপস্থিতিতে ওই হাসপাতালে অভিযান চালায় সাদা পোশাকধারী পুলিশ। এসময় বৈঠকে থাকা ১৭ নেতা-কর্মীকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৩টি মোবাইলসহ কিছু আলামত জব্দ করা হয়। এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান, এনএসআই'র গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট হাসপাতাল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তারা কি উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। সে রকম কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: