শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০১:৫৩ এএম
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্টে জেরিন আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মাটিয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। জেরিন উপজেলার মাটিয়কুড়া গ্রামের আশকর আলীর স্ত্রী ও বটতলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জেরিন আক্তার স্বামীর বাড়িতে বুধবার সকালে অটোরিক্সার ব্যাটারীর চার্জার খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে জেরিনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই আঃ ওয়ারেস বিডি২৪লাইভকে বলেন, ব্যাটারীর চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জেরিন বিদ্যুতায়িত হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশিম বলেন, এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: