পিএনজি বাংলাদেশের জন্য হুমকি, জবাবে যা বললেন ব্যাটিং কোচ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৪:৪৯ পিএম
টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে মাত্র ৬ রানের ব্যবধানে পরাজয়ে হতাশায় দিন কাটছিল টাইগার বাহিনীর। বিচাইপর্বে এমন হার দেশের ক্রিকেট প্রেমীদের মনে দাগ লেগেছে কঠিন আঘাত। পরের ম্যাচে ওমানের বিপক্ষে কঠির পরিস্থির মধ্যে দিয়ে জয়ের স্বাদ পান টাইগাররা। তবুও মূলপর্বে যেতে এক কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। মূলপর্বে যাওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হবে টাইগার শিবির ও পাপুয়া নিউ গিনি এক কঠিন যুদ্ধ। এদিকে, পাপুয়া নিউ গিনি এর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। তাদের পয়েন্ট শূন্য। আর বাংলাদেশ একটি জয় ও একটি হার নিয়ে অর্জন করেছে ২ পয়েন্ট। এ অবস্থায় পাপুয়া নিউ গিনির জয়ের ক্ষুধা অনেক বেশি। তাই তো বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা ওদেরকে (পাপুয়া নিউ গিনি) খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপে আসতে পেরে খুবই গর্বিত। আমি নিশ্চিত ওরা অন্তত একটা জয় নিয়ে যেতে চাইবে। তাই আমাদের জন্য ম্যাচটা সহজ হবে না।’ পাপুয়া নিউ গিনির পক্ষ থেকে কে হতে পারে বাংলাদেশ দলের হুমকি—এ প্রশ্নের জবাবে অ্যাশওয়েল প্রিন্স বলেছেন, ‘আমরা আমাদের বিশ্লেষণ সেরে নিয়েছি। কে আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। সে ব্যাপারে যথেষ্ট ধারণা আছে। ওরা স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ভালো করেছে। তাদের কয়েকজন ব্যাটসম্যানও ভয়ঙ্কর হতে পারে।’ অপরদিকে, এই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে বিদায় নিতে হবে টি২০ বিশ্বকাপ থেকে। আর জিতে গেলে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। সে-ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড ও ওমান ম্যাচের দিকে। স্কটল্যান্ড জিতে গেলে বাংলাদেশ রানার্স আপ হয়ে মূলপর্বে যাবে। আর ওমান জিতে গেলে রান রেটের সমীকরণে পড়বে বাংলাদেশ। এক্ষেত্রে পাপুয়া নিউ গিনির বিপক্ষে বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে। কী আছে, টাইগারদের কপালে এখন সেটাই দেখার বিষয়।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: