আফ্রিদির বিশ্বরেকর্ডে ভাগ বসালেন সাকিব

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০৬:০৮ এএম
বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান প্রতি ম্যাচে নিত্যনতুন রেকর্ড করাকে নিয়মে পরিণত করছেন। সাকিব বৃহস্পতিবার (২১ অক্টোবর) বনে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপে সাকিবের উইকেট ছিল ৩৫টি। ব্যাট হাতে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলা সাকিব বল হাতে পাপুয়া নিউগিনির ব্যাটারদের ত্রাসে পরিণত হন। ৪ ওভার বল করে মাত্র ৯ রানের খরচায় একে একে তুলে নেন ৪টি উইকেট। সাঈদ আজমল ও লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে নিজের নাম লেখান আফ্রিদির পাশে।এতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় যৌথভাবে আফ্রিদির সাথে শীর্ষে অবস্থান করছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের মালিক। আর একটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তিকে। একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা ১. সাকিব আল হাসান – ২৮ ম্যাচে ৩৯ উইকেট ২. শহীদ আফ্রিদি – ৩৪ ম্যাচে ৩৯ উইকেট ৩. লাসিথ মালিঙ্গা – ৩১ ম্যাচে ৩৮ উইকেট ৪. সাঈজ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট ৫. অজন্তা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট ৬. উমর গুল – ২৪ ম্যাচে ৩৫ উইকেট ৭. ডেল স্টেইন – ২৩ ম্যাচে ৩০ উইকেট ৮. স্টুয়ার্ট ব্রড – ২৬ ম্যাচে ৩০ উইকেট ৯. ডোয়াইন ব্রাভো – ২৯ ম্যাচে ২৫ উইকেট ১০. স্যামুয়েল বদ্রি – ১৫ ম্যাচে ২৪ উইকেট

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: