চুয়াডাঙ্গায় ‘মাথাভাঙ্গা’ নদী পরিদর্শন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৪:২৪ এএম
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী দখল-দূষণ দেখার জন্য ৭৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মাথাভাঙ্গা নদী পরিদর্শন করেছে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর খুলনার আঞ্চলিক কার্যালয়। এই পরিদর্শনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শনিবার (২৩ অক্টোবর) দিনব্যাপি দুটি নৌকায় পরিদর্শন কাজ চলে। মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী জানান, মাথাভাঙ্গা নদী দখল ও দূষণ দেখার উদ্দেশ্য নিয়ে মাথাভাঙ্গা নদী পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনে জেলা প্রশাসনের ভূমি সংশ্লিষ্ট এক প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ণ বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি খুলনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন চলাকালে নৌকায় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, কালের কণ্ঠ শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক পারভীন লাইলা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বিভাগীয় সমন্বয়কারি মাহফুজুর রহমান মুকুল প্রমুখ। মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আরো জানান, শিগগিরই পরিদর্শনের বিষয়ে একটি প্রতিবেদন নদ-নদী সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা কোর্ট রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: