হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ০৬:৪০ পিএম
হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি ও জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, ডা. ইকরামুল হক, গাইনী বিশেষজ্ঞ ডা. হোসনে জারী তহমিনা আখি, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আকলিমা খাতুন, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. মাহবুবুর রহমান মিলন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার খানম নদী, সার্জারি বিশেষজ্ঞ এহসানুল হক তন্ময় প্রমুখ। বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। হত্যা করা হয়েছে কমপক্ষে পাঁচজনকে। বক্তারা এ সময় মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: