বরগুনায় গনটিকার দ্বিতীয় ডোজ ক্যাম্পেইনে ভ্যাক্সিন নিয়েছে ২৫,৫৫৮ জন

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০৪:২৭ পিএম
বরগুনায় আজ গনটিকার দ্বিতীয় পর্যায়ে আজ বিশেষ ক্যাম্পেইনে ২৫ হাজার ৫৫৮ জন ভ্যাক্সিন গ্রহন করেছে। ভ্যাক্সিনের লক্ষ্য মাত্রা থেকে ১ হাজার ৩০৯ জন গনটিকা ভ্যাক্সিন নেয়নি। বরগুনা সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার ভাইজার আলমগীর হোসেন জানান, সকাল ৬টা পর্যন্ত ৬১ টি টিমে প্রত্যন্ত এলাকায় ৩৬৬ স্বেচ্ছাসেবক ভ্যাক্সিন ক্যাম্পেইনে অংশ নেন।ভ্যাক্সিন গ্রহণকারীদের মধ্য ১২ হাজার ৪১০ জন পুরুষ এবং ১৩ হাজার ২৫৭ জন মহিলা। এদের মধ্য বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৯৩০ জন,আমতলী উপজেলায়, ৭ হাজার ৬৫০, বেতাগী উপজেলায় ৪হাজার ২৪০, বামনা উপজেলায় ২ হাজার ৯৪৬ জন এবং পাথরঘাটা উপজেলায়, ৪ হাজার ৪৫২ জন গনটিকা ভ্যাক্সিন গ্রহন করেন। দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়া ১ হাজার ৩০৯ জনের মধ্য, বেতাগী উপজেলায়, ৮ শত ৮০ জন,সদর উপজেলায়, ৩৭৫ জন এবং বামনা উপজেলায় ৫৪ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: