ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ০৫:৪১ এএম
পূর্ব বিরোধের জের ধরে কমলগঞ্জের চৈত্রঘাটে প্রতিপক্ষের হামলায় চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান এর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বাজারে আসার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায় বলে জানান স্থানীয়রা। এ সময় হামলাকারীর উপর্যুপরি ছুরিঘাতে গুরতর আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা রাত সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়। ব্যবসায়ী নেতার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা চৈত্রঘাট বাজারে অবস্থান করছে। প্রাথমিক ভাবে ঘটনাটি স্থানীয় ধলাই নদী থেকে বালু উত্তোলনের বিরোধের জের খুনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। তবে হামলার পর নিহত ব্যবসায়ী নাজমুল তার ফেসবুক আইডির লাইভে এসে হামলার নেপথ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে তার প্রার্থী ঘোষণার কারণ বলে জানান। লাইভে হামলাকারীর নামও জানান নাজমুল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: