শেরপুরে কিশোর গ্যাং অপসংস্কৃতি রোধে র‌্যাবের সচেতনতামূলক সভা

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ০১:১১ এএম
‘সবার হোক একটাই পণ কিশোর অপরাধ করবো দমন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে র‌্যাব-১৪ সিপিসি-১ এর উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‌্যাব-১৪ সিপিসি-১ এর এসআই আশরাফুল ইসলাম। সভায় বক্তারা কিশোর গ্যাং এর নেতিবাচক বিষয়গুলো আলোচনা করে বলেন, কিশোর গ্যাং কালচার বন্ধ করতে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে কিশোর গ্যাং এর কুফল নিয়ে র‌্যাবের তৈরি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শেরপুর প্রেক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, র‌্যাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: