কমলগঞ্জে ৫ ফুট লম্বা শঙ্খিনী সাপ উদ্ধার

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২১, ০৮:০০ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরের সামনের উঠান থেকে ৫ ফুট লম্বা একটি শঙ্খিনী সাপ উদ্ধার করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তিলকপুর উত্তরপল্লী এলাকার মুকন্দ সিংহের বসতবাড়ির উঠানের এক ফুলগাছের ঝোপে সাপটিকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আলাপ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: