জুড়ীতে জামানত হারালেন ৮ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১১:১৪ পিএম
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ ইউপি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর। উপজেলার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী। যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশতাক খান (চশমা) ১৩৯৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াছির উদ্দিন আনারস প্রতীকে ৪৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ঢোল প্রতীক নিয়ে সবুজ মিয়া পেয়েছন ৯৫৬ ভোট ও রজনীগন্ধা প্রতীকের প্রার্থী সুহেল আহমদ পেয়েছেন মাত্র ৫৫ ভোট। অথচ তাদের সকলের জামানত ধরে রাখতে ভোটের প্রয়োজন ছিল ১৪৮০ ভোটের। উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী সুহেল আহমদ হাত পাখা প্রতীক নিয়ে ২৩০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত ধরে রাখতে তাঁর ভোটের প্রয়োজন ছিল ২৬৮৯ ভোট। সাগরনাল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ রুদ্ধ ১৬৯৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। জামানত রক্ষার জন্য তাঁর ভোটের প্রয়োজন ছিল ১৮০৪। উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন (অটোরিকশা) প্রতীক নিয়ে ১২৩৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পূর্ব জুড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাবের উদ্দিন মোটরসাইকেল প্রতীকে মাত্র ১২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অথচ জামানত রক্ষার জন্য তাঁর ভোটের প্রয়োজন ছিল ১২১৫ ভোট। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান জুড়ীর ৫ ইউপি নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জামানত ফিরে পেতে হলে চেয়ারম্যান প্রার্থী কে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: