এক ইঞ্চি সুযোগও দেয়নি অস্ট্রেলিয়া: উইলিয়ামসন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০৭:০৩ এএম
দুই বছর আগেই ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল হেরেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সুপার ওভারে ব্লাক ক্যাপসদের হারিয়ে শেষ হাসি হেসেছিল ইংলিশরা। উইলিয়ামসনের জন্য বিশ্বকাপের ফাইনালে হার সেটাই প্রথম ছিল না। এর আগেও ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড দলের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরাজিত দলের সদস্য ছিলেন তিনি। ওই বিশ্বকাপও কিউইদের হারিয়ে শেষ হাসি হেসেছিল অজিরা। সময় স্রোতের সঙ্গে পাড়ি দিয়েছে। কিন্তু দৃশ্যপট বদলায়নি। আরও একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড দল। আরও একবার হৃদয় ভাঙলো তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাইনালে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থেকে এক হাত দূরে থেকে শেষ করেছে কিউইরা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অজিদের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে কেন উইলিয়ামসনের দল। দলের হারেও এদিন ব্যাট হাতে উজ্জল ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ৮৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৭২ রানের ‍পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় অ্যারন ফিঞ্চের দল। আরও একটি বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘প্রথম ইনিংস শেষে আমরা ভেবেছিলাম, আমরা বেশ লড়াকু একটি সংগ্রহই দাড় করাতে পেরেছি। এই টার্গেটটা অস্ট্রেলিয়াকে বেশ ভালো ভাবেই তাড়া করতে হবে। তারা দল হিসেবে চমৎকার। আমরা সকল চেষ্টাই করেছি, কিন্তু তারা আমাদেরকে এক ইঞ্চি সুযোগও দেয়নি।’ ফাইনাল হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কিউই অধিনায়ক। উইলিয়ামসন বলেন, ‘আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত। টুর্নামেন্টের শেষ পর্যন্ত আসা এবং ফাইনালেও আমাদের সর্বোচ্চটা দেওয়ার পরেও হয়তো সেটা যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়াকে কিতৃত্ব দিতেই হচ্ছে। তারা আজকে দূর্দান্ত ছিল ‘ উইলিয়ামসন শেষটা করলেন এভাবে, ‘এই সকল ম্যাচে সমর্থকদের অনেক আশা থাকে। পরাজিত দল হিসেবে সেটা অবশ্যই সুন্দর নয় আমাদের জন্য। কিন্তু জয় এবং পরাজয় দুটিই ক্রিকেটের সম্ভাব্য ফলাফল।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: