লোহাগড়ায় ২ মহিলা ছিনতাইকারি আটক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২১, ০১:৩৪ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া বাজার থেকে ২ মহিলা ছিনতাইকারি কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ১ লক্ষ ৩০ হাজার টকা ছিনতাইয়ের অভিযোগে ২ মহিলাকে আটক করা হয়। আটকৃতরা হলেন টাঙ্গাইল জেলার সোনিয়া বেগম ও ফরিদপুর জেলার সাথী বেগম। পুলিশ সুত্রে জানা যায়, নড়াইল সদর থানার শড়াতলা গ্রামের রিংকি খানম ইসলামী ব্যংক তোলা ৭০০০ হাজার, অগ্রনী ব্যাংক থেকে তোলা মল্লিকপুর গ্রামের সুরভী খানম ২৫ হাজার টাকা এবং ২৯ নভেম্বর লোহাগড়া বাজারের খাদিজা বেগম ইসলামী ব্যাংক থেকে তোলা ৯৮ হাজার টাকা উক্ত ছিনতাইকারী ব্যাংকের নিচ থেকে ভীড়ের মাঝে সুকৌশলে তাদের সাইড ব্যাগ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উক্ত ছিনতাইকারীদের লোহাগড়া থানার এস আই বাবুল হোসেন তাদের আটক করেন। আটকৃতরা হল পেশায় বেদে সম্প্রদায় বলে এবং তারা কালনা ঘাটে মধুমতি নদীর ওপারে বসবাস করে বলে জানা গেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন মুঠোফোনে বিডি২৪লাইভ কে বলেন, ২ মহিলা কে আটক করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: