পৌরসভা অফিসে দুদকের অভিযান, কর্মকর্তারা লাপাত্তা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২১, ০২:১৮ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইল পৌরসভার দুর্নীতি তদন্তে এসে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিন্তু পাওয়া গেলো না পৌর কর্মকর্তাদের কোন নথিপত্র দেখতে না পেরে ফিরে গেলেন দুদক কর্মকর্তারা। নড়াইল সদর পৌরসভার মেয়র, সচীব, হিসাবরক্ষক সহ দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের না পেয়ে কোন নথি দেখতে পারেনি তারা। হতাশ হয়ে ফিরে গেছে দুদকের তদন্ত টিম। যশোরের দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে,বুধবার হটলাইনে নড়াইল পৌরসভার উন্নয়নমূলক কাজের দুর্নীতি এবং ব্যাংক থেকে অনৈতিক অর্থ উত্তোলনের খবর পায় তারা। ঢাকা কমিশনার অফিস থেকে আদেশ প্রাপ্ত হয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আসেন। কিন্তু এসময় পৌরমেয়র, সচীব, হিসাবরক্ষক, হিসাবরক্ষক কর্মকর্তা কাউকেই পাননি দুদকের তদন্ত টিম। এ ব্যাপারে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত জানান, পৌরসভার উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ হয়েছে এমন অভিযোগ তদন্ত করতে এসছিলাম, নড়াইল সদর পৌরসভার মেয়র সহ দ্বায়িত্বশীল কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি, কোন নথিও কেউ দেখাতে পারেনি। নড়াইল সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা মোবাইল ফোনে জানান, দুদক কর্মকর্তারা সকাল ৯টায় আমাকে জানিয়েছে। আমিতো পৌরসভার উন্নয়ন কাজে ঢাকায় আছি, সচীব ওহাবুল আলম ছুটিতে হিসাবরক্ষক কর্মকর্তা অসুস্থ। আমাকে সময় দিলে কাগজপত্র দেখাতে পারবো। উল্লেখ্য সম্প্রতি নড়াইল সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা, সচীব ওহাবুল আলম সহ কয়েকজনের বিরুদ্ধে দুটি ব্যাংক থেকে ৪ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: