গৌরীপুরে ২ প্রার্থীকে অর্থদণ্ড

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০১:১৯ এএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধির উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলার মাওহা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিডি২৪লাইভ কে জানান, স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপনের সমর্থক সময়ের আগে মাইকে প্রচার শুরু করায় ৫ হাজার টাকা এবং নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ কালনের কর্মীকে মোটরসাইকেল শোডাউন করায় ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: