হাত-পা কোনটিই নেই, তারপরও জীবন যুদ্ধে হার মানেনি জব্বার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:২৯ পিএম
এহসানুল হক, ফরিদপুর থেকে: হাত-পা কোনটিই নেই তারপরও জীবন যুদ্ধে হার মানেনি জব্বার। তিনি একজন পল্লী চিকিৎসক সাথে রয়েছে ওষুধের দোকান। তিনি ছিলেন এক জন পরিপূর্ণ মানুষ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে হারাতে হয়েছে সব গুলো হাত-পা। জব্বার হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কনিকান্দা গ্রামের বাসীন্দা। হাতের সাথে কলম বেঁধে তিনি দিয়ে থাকেন চিকিৎসা সেবা। চার সন্তানের জনক জব্বার, তার স্ত্রীর সার্বিক সহযোগিতা থাকার কারণে কখনও থেমে থাকতে হয়নি তাকে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন তার জীবনের উত্থান-পতনের গল্প। দেখতে দেখতে জীবন টা বিষের মতো নীল রঙের হয়েছে তবুও সৃষ্টিকর্তার প্রতি রয়েছে তার অগাধ বিশ্বাস। মেট্রিক পাশ করারব পরে অর্থ অভাবে আর হয়নি পড়াশোনা। তবে দমে জাননি পল্লী চিকিৎসক জব্বার। আগে এলাকায় ছাত্র পড়াতেন। এর পরে পুরাণ ঢাকার স্যার সুলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে করেছেন এল. এম. এ. এফ, এর পরে উপজেলা থেকে করেছেন ভি.ডি.আর.এম.এফ। তিনি আরো বলেন, বড় মেয়েকে সখ করে বানিয়ে দিতে চেয়েছিলেন বাঁশের চটি দিয়ে তৈরি রিং। সেই রিং তৈরি করতে গিয়ে কেটে যায় আঙুল। সেখান থেকে সৃষ্টি হয় বার্জার ডিজিজ এবং গ্যাংরিন। একটা একটা করে অঙ্গ হারাতে হারাতে এখন চার হাত-পা শেষ, শুধুমাত্র টিকে আছে ডান হাতের সামান্য কিছু অংশ। এই দুর্দিনে তিনি প্রতিবন্ধি ভাতা পেলেও অন্য কোন সংগঠন তার দিকে বাড়িয়ে দেয়নি সহযোগিতার হাত। এদিকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তার যেহেতু প্রতিবন্ধী ভাতা কার্ড রয়েছে সেহেতু আমাদের আসলে আর কিছু করার নেই। আমাদের আর তেমন কোন ফান্ড নেই। সরকার আমাদের দুই ধরনের ফান্ড দিয়ে থাকেন। প্রতিবন্ধী ভাতা প্রদান এবং চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ড। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন ফকির বলেন, আমাদের তেমন কিছু করার নেই, ড্রাগ লাইসেন্স এর বিষয়টি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর আন্ডারে হওয়ার কারণে আমাদের কিছু করার নেই। তবে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, যদি তার এই দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদের অন্য কোন ধরনের সহযোগিতা যদি সে প্রয়োজন মনে করে এবং আমাদের দ্বারস্থ হয় তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: