গৌরীপুরে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কাল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০২:০৫ এএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার (২৬ ডিসেম্বর)। সুষ্ঠ, অবাধ, নিরপক্ষ ও একটি গ্রহনযোগ্য ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য শনিবার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, উপজেলা দশ ইউনিয়নে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে ৫ জন রিটানিং অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ২২ জন পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একটি করে পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠে র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, এ বছর ইউপি নির্বাচনে এ উপজেলার দশ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৯৯টি ও মোট ভোট কক্ষের সংখ্যা হচ্ছে ৬১৫টি। দশ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১৭২। দশ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী মেম্বার আসনে ৮৮ জন ও মেম্বার পদে সাধারণ আসনে ৪৩৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। মইলাকান্দায় চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৫ জন ও সাধারণ মেম্বার আসনে ৩২ জন। ২নং গৌরীপুরে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও সাধারণ মেম্বার আসনে ৩১ জন। অচিন্তপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ মেম্বার আসনে ৪০ জন। মাওহাতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন, সাধারন মেম্বার আসনে ৩৭ জন। সহনাটিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী আসনে ১৪ জন ও সাধারণ মেম্বার আসনে ৪১ জন। বোকাইনগরে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ মেম্বার আসনে ৩৫ জন। রামগোপালপুরে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ মেম্বার আসনে ৪৬ জন। ডৌহাখলায় চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ১৪ জন ও সাধারণ মেম্বার আসনে ৩৬ জন। ভাংনামারীতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ মেম্বার আসনে ৪২ জন। সিধলায় চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন ও সাধারণ মেম্বার আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: