জয়পুরহাটে ভাদসা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪৪ পিএম
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট থেকে: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হায়দার আলী রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। তার প্রতীক হচ্ছে ঘোড়া। হায়দার আলী সাংবাদিকদের জানান, সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকের ছরোয়ার হোসেন স্বাধীনের পক্ষের লোকজন কেন্দ্র থেকে ঘোড়া মার্কার এজেন্টদের বের করে দেয়া হয়েছে মর্মে অভিযোগ করেন এবং ভোট বর্জনের ঘোষনা দেন। অপরদিকে, অভিযোগ সম্পুর্ন মিথ্যা বলে দাবী করেন ছরোয়ার হোসেন স্বাধীন। ভাদসা ইউনিয়নে আইনশৃংখলা তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ও সন্দর ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, হায়দার আলী হচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডলের চাচা। তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহন শেষে গণনার কাজ চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: