অ্যাসাইনমেন্টে নম্বর কম দেয়ায় ১৩ শিক্ষককে শোকজ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৮ এএম
এহসানুল হক, ফরিদপুর থেকে: ফরিদপুরে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর কম দেওয়ার অভিযোগে ১৩ শিক্ষককে শোকজ করেছে প্রধান শিক্ষক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। রোববার (২৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন এই শিক্ষকদের বিরুদ্ধে লিখিত শোকজ করার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়া শিক্ষক-শিক্ষিকারা হলেন- দিবা বালক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. ইকরাম আলী ফকির, সহকারী শিক্ষক মাহবুবুল আলম, দিলীপ কুমার বিশ্বাস, ইব্রাহীম মিয়া, মো. সারোয়ার হোসেন, শামীমা আক্তার, জাহিমা খানম, তাসদিদা খানম, প্রভাতী বালিকা শাখার সহকারী প্রধান শিক্ষক শাহাবুদ্দিন শেখ, মো. ওয়াসিম ফকির, মো. কবির হোসেন এবং ভোকেশনাল শাখার ট্রেড-ইনস্ট্রাক্টর মো. দেলোয়ার হোসেন ও মো. নুরুন্নবী সরকার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: