নির্বাচন কর্মকর্তাকে মারধর করায় বিজয়ী চেয়ারম্যান আটক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ভোটের ফলাফল নিয়ে অনিয়স কররা অভিযোগে নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকারকে মারধরের ঘটনা ঘটেছে। ডৌহাখলা ইউনিয়নে ঘোড়া প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার। তিনি জানান (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা হল রুমে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার (২৬ ডিসেম্বর) ডৌহাখলা ইউনিয়নে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর গণনা শেষে কেন্দ্রে এম এ কাইয়ুমকে (ঘোড়া প্রতিক) বিজয়ী ঘোষণা করা হয়। পরে উপজেলা পরিষদে গিয়ে নৌকা প্রতীকের শহিদুল ইসলাম শহিদ সরকারকে বিজয়ী ঘোষণা করলে এম এ কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গভীর রাতে ঘোড়া প্রতীকের প্রার্থীর এম এ কাইয়ুমকে বিজয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে গৌরীপুর সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, কাইয়ুমের সমর্থকরা নির্বাচন কর্মকর্তাকে মারধর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন। নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় প্রার্থী এম এ কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: