ফরিদপুরে চলছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:৫১ পিএম
এহসানুল হক, ফরিদপুর থেকে: ফরিদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ফরিদপুর পুলিশ লাইনস হাইস্কুলে চলছে তিনদিন ব্যাপী পিঠা উৎসব। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ লাইন্স হাইস্কুলে এ পিঠা উৎসব শুরু হয়েছে এবং শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টা পর্যন্ত এ চলমান থাকবে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুর কর্তৃক আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী সালেহা পারভীন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এ পিঠা উৎসব। এ অনুষ্ঠানে ১৬টি স্টলে বিভিন্ন রকমারি নিজেদের তৈরি পিঠা প্রদর্শনী করা হয়েছে। এ সময় স্টলের বিভিন্ন আইটেমের তৈরি পিঠা পরিদর্শন করা হয়েছে। পিঠা উৎসবে বিকেল থেকে শহরের পুলিশের পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্টলে এসেছেন। এ সময় স্টলের রকমারি পিঠার স্বাদ গ্রহণ করেন সেই সাথে পিঠা তৈরীতে নিয়োজিতদের প্রশংসা করেন সুন্দর স্বাদের পিঠা তৈরী করায়। এ আয়োজন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: