শপথ বাক্য মানলেই সঠিকভাবে ইউনিয়ন পরিচালনা করা সম্ভব: জেলা প্রশাসক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:১১ এএম
আল-আমিন, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ফুলবাড়ীয়াসহ ৩ টি উপজেলায় বিজয়ী চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, আজকের এ দিনটি একটি ঐতিহাসিক দিন। শপথের প্রতিটি বাক্য মানলে আপনারা সঠিকভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারবেন। আর সঠিকভাবে ইউনিয়ন পরিষদ পরিচালিত হলে সরকারের পলিসি বাস্তবায়ন সহজ হবে। আপামর জনসাধারণ জানেন বর্তমান সরকার আগামী ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এটি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও কাজ করতে হবে। মনে রাখবেন আগামী ৫ বছরের জন্য আপনারা সকলেই সরকারের অধিনস্থ কর্মচারী। কাজেই এখন থেকে আপনাদের জানতে হবে আপনারা কী করতে পারবেন? আর কী করতে পারবেন না। নিজ নিজ দায়িত্ব সুচারুরুপে পালন করবেন। এখন থেকেই পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জনগনের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। কাজেই প্রতিটি ওয়ার্ডের সমস্যা নিরসনে স্থানীয় গন্যমান্যদের নিয়ে মিটিংয়ের মাধ্যমে সমাধান করবেন। আর যেগুলো আপনাদের দ্বারা নিরসন করা সম্ভব নয় সেগুলো উপজেলা চেয়ারম্যান অন্যথায় জেলা প্রশাসনকে অবহিত করবেন। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে উক্ত মিলনায়তনে জেলার ফুলবাড়ীয়া, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানোর পর নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গক্রমে জন্মনিবন্ধন সেবা প্রদান সমপর্কে তিনি বলেন, আপনারা জনগনের সেবা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। জন্ম নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে কোনক্রমেই জনগন যেনো হয়রানির শিকার না হয় সে দিক খেয়াল রাখবেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ অনেক এগিয়েছে। এ দেশটিকে আরও সুন্দর হিসেবে গড়ে তুলতে আপনারা সকলেই আমার টিমের সদস্য হিসেবে কাজ করবেন। তিনি বলেন, করোনা আবারো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটিদের নিয়ে কাজ করতে হবে। এসময় তিনি প্রতিটি ইউনিয়নে একজন করে হিসাব রক্ষক ও যেসকল ইউনিয়নে সচিব নেই সেগুলোতে সচিব নিয়োগদানের ব্যাপারে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, উপপরিচালক (স্থানীয় সরকার) একে এম গালিভ খান, অতি: জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। অপরদিকে ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচিত ইউপি সদস্য ও নারী সদস্যদের উপজেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: