যশোরে প্রথম দিনে ৬২৪ জন বুস্টার ডোজ নিয়েছে

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:২২ এএম
ইতমেধ্যে যশোরেও শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের কার্যক্রম। প্রথম দিনে জেলায় ৬২৪ জনকে এ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৯৪ ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন রয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল নয়টা থেকে যশোর হাসপাতাল টিকা কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি জানান, যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে। অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। তিনি জানান, টিকার কোনো স্বল্পতা নেই। পর্যায়ক্রমে সকলেই এ বুস্টার ডোজ পাবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: