করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২২, ১১:১৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। তার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিকের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার। জানা গেছে, দেশটির সংসদে গত সপ্তাহের শুরুতে এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সেখানে অংশ নেওয়া বেশ কয়েকজন সংসদ সদস্যসহ ৫৪ বছর বয়সী অ্যান্ডারসনের করোনা শনাক্ত হয়।

এর আগে, চলতি মাসেই সুইডেনের রাজা, রানী ও ক্রাউন প্রিন্সেস করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৭০ জনের।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনা তাণ্ডব। হু হু বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: